কাপ্তাই কর্ণফুলী নদীতে ডুবে প্রাণ গেল সিটি কলেজ শিক্ষার্থীর

0

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : রাঙামাটির কাপ্তাই উপজেলাস্হ সীতা পাহাড় এলাকা সংলগ্ন কর্ণফুলী নদীতে নেমে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তন্ময় দাস (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার ২৮মে বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় সীতা মন্দির ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ ঘটনা ঘটে। সে চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী ছিল, তার বাবার নাম সুবল দাস, মৃত তন্ময় চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় বাবার বাসায় থেকে পড়াশোনা করতেন। বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন।

তন্ময়ের সহপাঠী কৃষ্ণনাথ, বাপ্পি দাস, নিলয়, তুইশা, বাবু, মিলন ও সেতু বিডি২৪ভিউজ কে বলেন, চট্টগ্রাম শহর থেকে কাপ্তাইয়ে বড়ানোর উদ্দেশ্যে এসে চন্দ্রঘোনার কয়লার ডিপো থেকে ৯ জন যুবক বিকাল ৩টায় ইঞ্জিন বোট যোগে সবাই মিলে নদীতে বেড়ান । বেড়ানো শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে সীতারঘাট মন্দির সংলগ্ন ঘাট দিয় নদীতে সবাই মিলে গোসল করতে পানিতে নামেন পরে গোসল শেষে সবাই উপরে উঠলেও নিখোঁজ হয় তন্ময়। অপেক্ষা করেও তার সন্ধান না মেলায় সরকারি জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান তারা। তৎক্ষনাৎ কাপ্তাই উপজেলা প্রশাসন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সহ ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা ঘটনা স্হলে পৌঁছে নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দিলে নৌ ডুবুরিরা নদীতে ২ঘণ্টা ব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়ে রাত পৌণে ৮টার দিকে তন্ময়ের মরদেহ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.