শেরপুরের নকলায় অসময়ে নদী ভাঙ্গনে নি:স্ব প্রায় কয়েক হাজার মানুষ

0

ইউসুফ আলী মন্ডল , নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার মৃগী নদী দশআনী নদীর ভাঙ্গনে নি:স্ব প্রায় কয়েক হাজার মানুষ । নদীর পাশ দিয়ে গড়ে উঠছে একটি স্কুল মাদরাসা এতিমখানা মসজিদ কয়েকটি দোকান পাট ও কয়েক হাজার মানুষের বসবাস । অকালে ভাঙ্গনে নি:স্ব হয়ে যাচ্ছে গ্রামের মানুষ নদীর পাড় দিয়ে গ্রামবাসীর চলাচলের একমাত্র সড়কটি বেশীর ভাগ ভেঙ্গে নদীতে বিলিন হয়ে গেছে । এলাকাবাসীর দাবী সড়কারী উদ্দ্যেগে সড়ক মেরামত করে গ্রামবাসীদের বাড়িঘর রক্ষাসহ চলাচলের সুযোগ করে দেওয়ার । প্রায় ৫ শতাধিক গ্রামবাসী সরকারী উর্ধতন মহলের নিকট লিখিত আবেদন করেছেন। এলাকার স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী , ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকি, উপজেলা চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, চরমধুয়া নামাপাড়া ভাঙ্গন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন। তারা বলেছেন পানি উন্নয়ন বোর্ড উদ্যোগ নিয়ে বাঁধটি মেরামত না করলে বড় ধরনের ভাঙ্গনে ১০০ একর জমি , ১ হাজার বাড়ি নদী গর্ভে চলে যাবে।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.