নকলার চন্দ্রকোনা ও উরফাতে তীব্র ভাঙ্গনে হুমকির মুখে সড়ক ও বাড়িঘর

0

নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার উরফা ও চন্দ্রকোনার দুটি নদী মৃগী নদী ও ভোগাই কালো গাং তীব্র ভাঙ্গনে দিশাহারা হয়ে পড়ছেন নদীতীরবতী মানুষ। জানাগেছে, উরফা ইউনিয়নের উরফা পিছলাকুড়ি বাজার হয়ে নালিতাবাড়ির মরিচপোড়ান যাওয়ার সড়ক দুই কিলোমিটার হুমকিতে পড়েছে । ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যাচ্ছে । এসব এলাকায় শতাধিক বাড়িতে অতিরিক্ত পানি প্রবেশ করেছে । চন্দ্রকোনার মৃগী নদীর ভাঙ্গনে দড়িপাড়া , চরমধুয়া নামাপাড়া , চরবাছুর আলগী, সড়ক বিপদ জনক অবস্থায় পড়েছে । প্রতি ঘন্টায় এক ফুট করে সড়ক ভেঙ্গে যাচ্ছে । এসব ভাঙ্গল কবলিত এলাকায় শতাধিক বাড়ি হুমকির মুখে পড়েছে । স্থানীয় চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকি বলেছেন বাছুর আলগা সড়কটি টেন্ডার হয়েছে সরকারী ভাবে দ্রুত মেরামত করলেই যোগাযোগ রক্ষা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.