সিরাজগঞ্জ সদরে প্রতারনা মামলার ১ সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব
নিজস্ব প্রতিনিধি : র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে প্রতারনা মামলার ০১ জন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ২৫/০৬/২০২১ খ্রীঃ বিকেল ৫.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সিরাজগঞ্জ রোডস্থ সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ০১ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।এসময় তাহার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন টাকা জব্দ করা হয়। সূত্র- সিআর নং-২৭৫/১৯ (সিরাজ), এসি-১৩৭৬/১৯ এবং সিরাজগঞ্জ সদর থানার সিআর সাজা রিসিভ নং-১৭২/২১।গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ জাব্বার (৪৬),পিতাঃ মৃত ওয়াহেদ বক্স প্রাং, সাং-শিবনাথপুর, থানা ও জেলা-সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত আসামীকে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।