মুজিববর্ষ উপলক্ষে পাবনা রেলওয়ে স্টেশনে বৃক্ষরোপণ করলেন- সাংসদ নাদিরা ইয়াসমিন জলি

0

পাবনা প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে সারাদেশে এককোটি বৃক্ষের চারা রোপণের কর্মসূচীর অংশ হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। বুধবার সকালে বন বিভাগ, পাবনা সদর ও পাবনা রেলওয়ে স্টেশনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-সিরাজগঞ্জ মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।

এসময় ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগ পাবনা সদরের ফরেষ্টার নুরুল ইসলাম,স্টেশন মাষ্টার মোস্তফা আহমেদ, সদর উপজেলা সহকারি যুব উন্নয়ন সারওয়ার, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নিহার আফরোজ জলি,জাহিদুল ইসলাম রাজু সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বৃক্ষের চারা রোপন কালে এমপি জলি বলেন, প্রত্যেকেরই ৩টি করে গাছের চারা লাগাতে হবে। এবং লাগানো গাছের চারা গুলোর সময় মত পরিচর্যাও করতে হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.