পাখির অভয়াশ্রম তৈরীর জন্য মারমী শ্রীশ্রীকালীমন্দিরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত
পাবনা প্রতিনিধি : পাখির অভয়াশ্রম ও জলবায়ু সংরক্ষণকে সামনে রেখে জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় গতকাল , শ্রীশ্রীমারমী কালিমন্দিরে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোকলেসুর রহমানের ব্যক্তিগত উদ্দ্যোগে গত বৃহস্পতিবার বিভিন্ন ধরনের ১০১ টি বৃক্ষ পাখির অভয়ারণ্য তৈরীর জন্য মন্দির কতৃপক্ষকে প্রদান করা হয়। মন্দিরের চারপাশে দিঘির পাড়ে এই বৃক্ষ রোপন করা হবে বলে সভাপতি নরেশ মধু বিডি২৪ভিউজ কে জানান।
বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন করেন পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোকলেসুর রহমান। এসমসয় মন্দিরে উপস্থিত ছিলেন শ্রীশ্রীমারমী কালি মন্দিরের সভাপতি নরেশ মধু, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, দাশুড়িয়া উনিয়ন পলিষদের ৫ নং ওয়ার্ডের মেম্বর ও প্যানেল চেয়ারম্যান ফজলুল হক বাকী, মন্দির কমিটির উপদেষ্টা রাম সাহা, সাংবাদিক গোপাল সরকার, মন্দির কমিটির কোষাধ্যক্ষ সন্তোষ সরকার, সহ-সম্পাদক স্বপন কুমার দাস সহ এলাকার ও মন্দির কমিটির সদস্যবৃন্দ । সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোকলেসুর রহমান ব্যাক্তিগতভাবে পাখির অভায়ারণ্য তৈরীর জন্য আমাদের মন্দিরের এই স্থানকে নির্বাচন করায় ধন্যবাদ জানান। । তিনি বলেন ঈশরদী উপজেলায় অবস্থিত মারমী কালী মন্দিরের এই বিশাল জায়গা পাখিদের অভয়ারণ্য । আমরা চাই এই উদ্যোগ সফল হোক। বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন বিডি ক্লিন ও শ্রীশ্রীমারমী কালিমন্দির ।