চিলমারীতে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

0

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে গলায় ওড়না পেঁচিয়ে জামিয়া খাতুন (১৩) নামে ৮ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছেন। রোববার মধ্যরাতে উপজেলার রমনা পানাতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জামিয়া খাতুন উলিপুর উপজেলার রামধন
গ্রামের জোবাইদুল ইসলামের মেয়ে। সে চিলমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

জানাগেছে, জামিয়া খাতুনের বাবা-মা ঢাকায় থাকায় গত ২ বছর থেকে সে পানাতি পাড়ায় নানা আমজাদ হোসেনের বাড়ীতে থাকতেন। রোববার সকালে পরিবারের লোকজন জামিয়া খাতুনের ঘরে দরজা লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে জামিয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও ডায়েরি জব্দ করে পুলিশ।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, কি কারণে জামিয়া আত্মহত্যা করেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Loading...

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.