কুড়িগ্রামে কাজ-মজুরী-রেশন-পেনসনসহ নানা দাবীতে ক্ষেমজুর সমিতির বিক্ষোভ

0

আল এনায়েত করিম রনি, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে কাজ, মজুরী, জমি, রেশন, পেনসন ও চিকিৎসাসহ ১০ দফা দাবী নিয়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কুড়িগ্রাম জেলা কমিটির উদ্যোগে শহরে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি হস্তান্তর করেছে। সোমবার দুপুরে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ভবনের সামনে সমবেত হয়।

এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন, জেলা কমিউন্টিস পার্টির সভাপতি নুর মোহাম্মদ আনছার প্রমুখ। এসময় বক্তারা ১০দফা দাবীসহ চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সমাবেশ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বরাবর ১০ দফা দাবী-দাওয়া সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.