বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বলতম দেশ : অঞ্জন চৌধুরী পিন্টু
পাবনা প্রতিনিধি : স্কয়ার গ্রুপের পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে পৃথিবীর অন্য কোন দেশে এমন সম্প্রীতির দৃষ্টান্ত নেই। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মিয় উৎসবে একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেয়। শারদীয় দুর্গাৎসব উপলক্ষ্যে বুধবার (১৩ অক্টোবর) রাতে পাবনার কয়েকটি মন্দির পরিদর্শন শেষে জয়কালী মন্দিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ সময় পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সম্পাদক উৎপল মির্জা, পাবনা জেলা যুবলীগ আহবায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পাবনা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক হাজী শরীফ, জেলা আওয়ামীলীগৈর সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এবার পাবনায় ৩৪৬টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে।