পাবনায় যুব মহিলা লীগের নেত্রী মিতু’র মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ যুব মহিলা লীগ পাবনা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু’র সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল।

জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরিফা খাতুন শেফালী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক কোহিনুর ফেরদৌস কনা’র পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়মী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাওয়াল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক মহাজাবিন শিরিন পিয়া, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামী লীগের নেতা কমারুজ্জামান রকি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার পলি, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি আইরিন কিবরিয়া কেকা, সহ-সভাপতি তাওহীদা তামান্না সাথি, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সানজিদা পারভীন দীপা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে মিতু র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস শাকুর।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.