সেলিনা হায়াৎ আইভী আবারও নারায়ণগঞ্জের মেয়র
বিডি২৪ভিউজ ডেস্ক : বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বেশ কজন মেয়র প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে টানা দুইবার মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সাথে। তৈমুর আলম খন্দকারের এর আগে বিএনপির হয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচন লড়েছেন। কিন্তু এবার তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ভাবে আইভীকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আইভী পেয়েছেন ১,৬১,২৭৩ ভোট এবং তৈমুর আলম খন্দকার পেয়েছেন ৯২,১৭১ ভোট।