সাঁথিয়ার সরিষা স্কুলের সাবেক প্রধান শিক্ষক গোলজার রহমানের ইন্তেকাল

0

পাবনা প্রতিনিধি : পাবনা সাঁথিয়া উপজেলার সরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলজার রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন. ১৪ ফেব্রুয়ারি ২২ সোমবার রাত আনুমানিক ১০ ঘটিকায় তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোলজার রহমান ছিলেন দৈনিক আমাদের অর্থনীতি পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক মিজান তানজিল এর দাদা শ্বশুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গুলজার রহমান প্রথমে প্রধান শিক্ষক হিসাবে সাঁথিয়া উপজেলার সোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগদান করেন। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পর তিনি বেড়া থানার পাইখন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বদলি হন। সেখানেও তিনি সততা নিষ্ঠার সাথে অনেক দিন দায়িত্ব পালন করেন। পরে তিনি তার নিজ গ্রাম সরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয় চাকরির শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই প্রতিষ্ঠান থেকেই ১৯৯৩সালে তিনি অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি নিজ গ্রামের মসজিদ, মাদ্রাসা ,কবরস্থান, ঈদগা মাঠ এর দায়িত্ব পালন করছেন। ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার বাদ জোহর নামাজের জানাজা শেষে নিজ গ্রাম সরিষার কবরস্থানে তাকে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.