নানা কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশের মতো প্রবাসেরও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস। দিবসটি পালন উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘের বাংলাদেশ মিশন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। এসব কর্মসূচীর মধ্যে ছিলো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। খবর ইউএনএ’র।
স্বাধনীনতা দিবস পালন উপলক্ষ্যে শো টাইম মিউজিক শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তির মধ্যে ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাঈন উদ্দিন আহমেদ, প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী, অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ২৩এ থেকে ডিষ্ট্রিক্ট লীডার পদপ্রার্থী শাহ নেওয়াজ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস আহমেদ, মাকসুদুল হক চৌধুরী, নূরুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্র নাথ রায় ও শহীদ হাসান সহ রিজিয়া পরভীন, শাহ মাহবুব প্রমুখ। কবিতা আবৃত্তি করেন শিরীন বকুল, রওশন হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেলিম ইব্রাহীম। শিল্পকলা একাডেমী ইউএসএ স্বাধীনতা দিবস পালন উপলক্ষ্যে শনিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি মনিকা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাবান রিচার্ড ছাড়াও মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম আজীজ, সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, মুক্তিযোদ্ধা শওকত আকবর রচি ও মীর মশিউর রহমান, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিষ্ট্রিক্ট এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, অধ্যাপিকা হুসনে আরা বেগম, মোহাম্মদ আলী, মাজেদা উদ্দিন, নূরুল আমীন বাবু, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ প্রমুখ।
কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাবান রিচার্ড সহ কমিউনিটি নেতৃবৃন্দ এক গুচ্ছ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট রিয়েল এষ্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ অন্যান্য এলামনাইয়ের সহযোগিতায় সম্মিলিতভাবে মহান স্বাধীনতা দিবস পালন করেছে। শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চবি এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সামসুদ্দীন আজাদ।