সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ,মহেশখালীতে স্কুল শিক্ষকের সীমানা প্রাচীর ভাঙচুর
ইয়াছিন আরাফাত কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে মনজুরা বেগম নামে এক স্কুল শিক্ষিকার বাড়ির সীমানা প্রাচীরে সন্ত্রাসীরা সশস্ত্র মহড়া চালিয়ে লাঠিসোটা নিয়ে হামলা ও ভাংচুর চালিয়ে গুড়িয়ে দিয়েছেন স্থানীয় বিদেশ প্রবাসী মোহাম্মদ গফুরের নেতৃত্বে একদল পেশাদার সন্ত্রাসীরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের উত্তর মাইজপাড়া তৈয়বিয়া মাদ্রাসার পশ্চিমে পাশে গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বাড়ীর মালিক মনজুরা বেগম দক্ষিন সাইরার ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন বলে জানাগেছে। স্থানিয়রা জানান, ওই শিক্ষিকা বাড়ীতে ইটের দেওয়ালের কাজ করে আসছে বিগত ৩ দিন ধরে। হঠাও একটি গ্রুফ সীমানা তার দাবী করে ন্যাক্কারজনক হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এ সময় কাজের মিস্ত্রির সাথে গফুরের ধস্তাধস্তি হয় এবং মারমুখী ভাবে মিস্ত্রিকে মারধর করার চেষ্টা করেন। স্কুল শিক্ষিকা মনজুরা বেগম বলেন, হামলাকারী গফুরের সাথে আমাদের পারিবারিক সর্ম্পক ভাল ছিল এবং সে আমাদের পারিবারিক শালিসকার জমিজমা ভাগবাটোয়ারা করে আসছিল। হঠাৎ লোভের বর্ষবর্তী হয়ে ঘরে কাজ শুরু করলে অল্প টাকা দাবি করে আসছে। তার দাবিকৃত টাকা না দেওয়ায় এ হামলা চালিয়েছে। এতে বাঁধা দিতে গেলে অকাথ্যভাষায় গালি-গালাজ করে চলে যায়। এবং আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। এবিষয়ে অভিযোক্ত গফুরের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি। মহেশখালী থানার নবাগত ওসি আব্দুল হাই বলেন, এবিষয়ে শুনেনি,কেউ লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।