ঈশ্বরদীতে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি
স্টাফ রিপোর্টার : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ আপোষহীনভাবে বিগত ১৯৬৯ সালের ১২ই অক্টোবর হতে সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ সহ জাতীয় শিল্প রক্ষা, উৎপাদন বৃদ্ধি, শ্রমিক-কর্মচারীদের দাবী আদায় ও অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বদা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগন- ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’।
আজ (১২ই অক্টোবর ) বুধবার সন্ধ্যা ছয়টায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের সকল নেতাগুলোকে সঙ্গে নিয়ে কেক কাটার আয়োজন করা হয়।
উক্ত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের গণমানুষের নেতা জাতীয় সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুল্লাহ , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চান্না মন্ডল, ঈশ্বরদী রেলওয়ের শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন অবুজ , যুবলীগ নেতা আকমল সহ প্রমূখ।