পাবনায় ৭ বীমুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরণ
পাবনা প্রতিনিধি : পাবনা পৌরসভার ব্যবস্থাপনায় রোববার সকালে শহরের পৌর এলাকার ৭ টি সড়ক ৭ জন বীরমুক্তিযোদ্ধার নামে নামকরণ করে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। পৃথক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ আরও অনেকে।
উদ্বোধনী সড়কগুলো হলো; নিউ মুক্তা ট্রান্সপোর্ট হতে বেলতলা সড়কের নামকরণ হয় বীরমুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম মুন্নু, পাথরতলা হতে পূর্ব আহমেদ করিমের বাড়ী পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন সড়ক, পাথরতলা ইউসুফ মৃধার বাড়ি হতে এডভোকেট শামসুল হক টুকুর বাড়ি হয়ে পাথর তলা মোড় পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম টুকু, মক্তব মোড় হতে নুরু ঘড়িওয়ালার বাড়ির মোড় পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মুকুল, তাঁড়াশ বিল্ডিংয়ের সামনে হতে পূর্বদিকে ফজলুল হক মন্টু সড়ক পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা গোলাম মাহমুদ, জয়কালীবাড়ি মন্দিরের বিপরীত পাশ দিয়ে দেবাশীষের পুরাতন বাড়ি পর্যন্ত শহীদ মুক্তিযোদ্ধা সুবোধ কুমার দে টিংকু, রাধানগর শহীদ মহরম এর বাড়ী হতে রথঘরগামী সড়কের নামকরণ করা হয় শহীদ বীরমুক্তিযোদ্ধা মহরম আলী সড়ক।