পেন্টাওশানের কিউএস’র প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,নয় ছয় করে চাকরি আড়ালে বাগিয়ে নিচ্ছে কাজ

0

ইয়াছিন আরাফাত,মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পেন্টাওশানের কিউএস এর প্রধান শাহিনুর ইসলাম চাকরি করার আড়ালে নয় ছয় করে তার পরিচালনাধীন এন্টার প্রাইজের নামে পারসেস অর্ডারের সমস্ত কাজ বাগিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে স্থানীয়রা মাথায় হাত দিয়েছে। এতে স্থানিয় বাসিন্দাদের মাঝে দিন দিন ক্ষোভের ধানা বাঁধতে শুরু করেছে।
এমনকি কিউএস এর প্রধানের দায়িত্ব পাওয়ার পর ৭/৮ মাসের মধ্যে ৬/৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে এমনই অভিযোগ উঠেছে। প্রকল্পে তার সিন্ডিকেটটি সুবিধা ভোগ করা দিন দিন দীর্ঘ হচ্ছে।

ইতিমধ্যে ইংরেজী ও জাতীয় দৈনিকসহ স্থানিয় পত্রিকায় তার দুর্নীতির বিরুদী সংবাদ স্থান পেয়েছে। উক্ত সংবাদের সূত্র ধরে এসব তথ্য উঠে এসেছে। উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত স্থানীয় সাব ঠিকাদারী প্রতিষ্টানের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, প্রকল্পে আন্তর্জাতিক মানের ১২ ঠিকাদারী প্রতিষ্টান বিভিন্ন অবকাটামো নির্মাণ ও মাঠ ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন। এসব বিদেশী ঠিকাদারী প্রতিষ্টানের আওতাধীন রয়েছে দেশীয় অফিসার। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ঠিকাদারী প্রতিষ্টান পেন্টাওশানে প্রধান হিসাবে শাহীনূর ইসলাম কয়েক বছর ধরে কাজ করে আসছেন। এ অবস্থায় পার্সেস অর্ডার (পিও) মেট্রেরিয়াল কন্ট্রোলার অর্থাৎ কিউ এস দলের প্রধান অফিসার হিসাবে ৭/৮ মাস পৃর্বে দায়িত্ব পান। দায়িত্ব নেওয়ার পর শাহীনূর ইসলামের মালিকানাধীন কয়েকটি এন্টার প্রাইজ খুলে উক্ত পেন্টাওশানের সমস্ত কাজ কৌশলে বাগিয়ে নিচ্ছে।

এ কারণে মাসের পর মাস ধরে অপেক্ষা করলে ও স্থানীয় সাব ঠিকাদার বা এন্টার প্রাইজের মালিকরা কোন ধরনের কাজ এর পার্সেস অর্ডার পাচ্ছে না। এতে অনেকে মাথায় হাত দিয়েছে। এমনকি স্থানীয় কয়েকটি এন্টার প্রাইজ তাদের ব্যবসা গুঁটিয়ে নিয়েছে। অগ্রধিকার ভিত্তিতে স্থানীয়দের চাকরি ও কাজ দেওয়ার কথা থাকলে শুধু কথাটি কাগজে কলমে সীমাবদ্ধ। চাকরির আড়ালে ব্যবসা করার নিয়ম না থাকলেও প্রকল্পে এটি যেন নিয়মে পরিনিত হচ্ছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন স্থানীয় সাব ঠিকাদার জানান, তার পরিচালনাধীন রয়েছে সোহেল এন্টার প্রাইজ, এস আই এন্টার প্রাইজ, অহি এন্টার প্রাইজ, ঢাকা হার্ডওয়ার, সেন্টার হার্ডওয়ার সহ ৬/৭ টি এন্টার প্রাইজ। কিন্তু লোক দেখানো নামে পেন্টাওশানের পার্সেস অর্ডার এর কোটেশন ইমেল দেয়া হয় প্রত্যেক এন্টার প্রাইজে। তবে কাজ দেয়া হয় শুধু তার পরিচালনাধীন উল্লেখিত এন্টার প্রাইজের নামে। এসব কাজ তদারকি করার জন্য রয়েছে শাহীনূর ইসলামের আপন ভাই।

স্থানীয় কয়েকজন সাব ঠিকাদার অভিযোগ করে বলেন, শাহীনূর ইসলামের মাতারবাড়ী এশিয়া ব্যাংক , বদরখালী ইউনিয়ন ব্যাংক ও ডাচ্ বাংলা ব্যাংক শাখায় তার একাউন্ট চেক করলে কয়েক মাসের মধ্যে অন্তত: ৬/৭ কোটি টাকার লেন-দেনের হদিস মিলবে। স্থানিয় ব্যবসায়ীরা প্রকল্পের দুর্নাম ঠেকাতে অভিযুক্তর ব্যাপারে তদন্ত পূর্বক সংশ্লিষ্টরা ব্যবস্থা নিবে এমনটা প্রত্যাশা করেন। এবিষয়ে অভিযুক্ত আন্তর্জাতিক ঠিকাদারী প্রতিষ্টান পেন্টাওশানে প্রধান শাহীনূর ইসলাম এর সাথে মুঠোফোনে বক্তব্য নিতে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি। আন্তর্জাতিক ঠিকাদারী প্রতিষ্টান পেন্টাওশানে প্রধান শাহীনূর ইসলাম এর অনিয়মের বিষয়ে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিচালক (পিডি) আবুল কালাম আযাদের কাছ থেকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, তার অনিয়মের কথা আমার জানা নেই। তবে খতিয়ে দেখা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.