বিঘ্ন ব্যাকুলতা/ কাজী আতিক

0

বিঘ্ন ব্যাকুলতা/
কাজী আতিক

রাতের হৃৎপিণ্ড জুড়ে জমাট অবসাদ
বাসনা বিহ্বল- ভোর হবে কখোন?
প্রতীক্ষায় আরো একটি বৃত্তিক উন্মাদনার দিন।

শোভন অশোভন ব্যস্ত বাস্তবতা,
বিমূর্ত বিবৃত কিছু মাতাল সংযোগ,
আর বিস্তারে বিবৃত বিভ্রম
নিপোশাক অবয়বে পোশাকি জীবনাচার।

অতঃপর রাত আবারও-
যদিও ধারনায়- স্বস্তি ও সুখের
এক স্নিগ্ধ বাহুডোর, সংলগ্ন হৃদয় সংযোগ,

অথচ বিকল্প আলোর কৃত্রিম উদ্ভাস
হাজার বিঘ্ন ব্যাকুলতার, তাই
বিস্তীর্ণ বিস্তৃত অনুভবে এক জমাট অন্ধকার।

(নিউ ইয়র্ক, ২ নভেম্বর ‘২০২৩)

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.