অপেক্ষমান আপতকাল পৃথিবীর/ কাজী আতীক
অপেক্ষমান আপতকাল পৃথিবীর/
কাজী আতীক।
সময়- এখোন অনিশ্চিত অবয়বের
চ্ছিন্ন সুতো ভোকাট্টা ঘুড়ি যেমন,
অথবা ঘনিভূত এক সংকট পরিমন্ডিল
যেমন পাহাড় চুড়ায় ঘর
দুপাশে গভীর গিরিখাত
আলগা পাথর বাধা বিঘ্ন পথে
অথচ তাকে যদি অভয়াশ্রয় বলা হয়!
এই যে সময় তার তুলনা হতে পারে।
হয়তো অমিবার্য নয়, তবু মনে হয়
অদুরে অপেক্ষমান পৃথিবীর আপতকাল সময়।
(লন্ডন, ১৯ নভেম্বর ‘ ২০২৩)