পোরশায় প্রধানমন্ত্রীর মানবিক সাহায্যের অর্থ উত্তোলনে অবৈধভাবে টাকা কেটে নেওয়ায় এজেন্টকে কারাদণ্ড ।
মানবিক সাহায্যের টাকা উত্তোলনের সময় অবৈধভাবে টাকা কেটে নেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ২১দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।
নওগাঁ থেকে শহিদুল ইসলাম : নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত মানবিক সাহায্যের টাকা উত্তোলনে অবৈধভাবে টাকা কেটে নেওয়ায় এক বিকাশ/নগদ এজোন্টকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তি পোরশা গবিরাকুড়ি গ্রামের নুরুল হকের ছেলে মোঃ আহম্মেদ শরিফ। সে উপজেলার পোরশা মিনাবাজারে বিকাশ ও নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং এজেন্ট বলে জানা গেছে। বুধবার বিকেল ৪টার সময় কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে টাকা কেটে নেওয়ার দায়ে মিনাবাজার আহম্মেদ শরিফের নিজ দোকান থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালার মাধ্যমে ২১দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হামিদ রেজা। নির্বাহী অফিসার মোঃ নাজমুল হামিদ রেজা জানান, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুঃস্থদের মাঝে যে ২৫শত টাকা করে মানবিক সহায়তা হিসেবে প্রদান করেছেন। সেই টাকা উত্তোলনের সময় ঐ এজেন্ট গ্রাহকদের নিকট অবৈধভাবে একেক জন গ্রাহকের নিকট ২শ, ৩শ ও ৪শ টাকা পর্যন্ত কেটে নিয়েছেন। যা সম্পূন্ন অবৈধ ও অপরাধযোগ্য। আমরা খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ছয়জন ভুক্তভোগী/গ্রাহকের স্বাক্ষ গ্রহন পূর্বক সেই এজেন্ট এর স্বীকারোক্তি নিলে সেও অবৈধভাবে টাকা আদায়ের কথা স্বীকার করে। ফলে মানবিক সাহায্যের টাকা উত্তোলনের সময় অবৈধভাবে টাকা কেটে নেওয়ার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ২১দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী অফিসার আরোও জানান, মাননীয় প্রধান মন্ত্রী যে টাকা দুঃস্থদের মাঝে মানবিক সাহয়তা হিসেবে দিচ্ছেন সেই টাকা উত্তোলন করতে কোন প্রকার চার্জ বা ফি হিসেবে কোন এজেন্ট টাকা কাটতে পারবেন না। কেননা ফি সহ টাকা প্রদান করা হচ্ছে। ফলে যদি কোন অসাধু ব্যবসায়ী বা এজেন্ট এই টাকা উত্তোলনের সময় অবৈধভাবে টাকা কেটে নেয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।