বর্তমান বাংলাদেশে আমরা যে সকল সমস্যায় জর্জরিত । বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ

0

গোটা বিশ্ব আজ নানাবিধ সমস্যায় জর্জরিত। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। করোনা ভাইরাস সহ নানা আত্মঘাতি বালা মসিবত তো আছেই যার উপর আমাদের করনীয় তেমন কিছু নেই। উন্নত বিশ্বে নানা পরীক্ষা নীরিক্ষা হচ্ছে হয়তো সমাধান একটা হবেই ইনশাআল্লাহ।

আসি বাংলাদেশ এর বিশেষ কিছু সমস্যা বিষয়ে যা আমাদের জাতীয়, সামাজিক ওব্যক্তিগত জীবন বিষিয়ে তুলেছে ফলে সম্মানের সাথে স্বাভাবিক জীবন যাপন করাতে মানুষ অস্বস্থি বোধ করতে শুরু করেছে। অথচ আমরা নিজেরাই সমাধান করতে পারি, বিশ্বে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে পারি ও উন্নত দেশ তথা জাতী হিসেবে মাথা উচু করে গর্ব করতে পারি যদি আমরা সত্যিকার অর্থে আন্তরিক হতে পারি।

আমাদের বাস্তব অভিজ্ঞতা এবং পত্র পত্রিকায় প্রকাশিত খবর থেকে যা জানতে পারি তার মধ্যে নিম্নলিখিত সমস্যাগুলো অন্যতম।

১। লাগামহীন দুর্নীতি ঘুস সরকারি অর্থ তোসরূপ।
২। অপ রাজনীতির বিরূপ ফলাফল।
৩। সামাজিক অস্থিরতা,সংঘাত ও দ্বিধাবিভক্তি।
৪। মানবিক ও ধর্মীয় মুল্যবোধের ঘাটতি।
৫। নিয়ন্ত্রনহীন মাদকদ্রব্য ও তার অপব্যবহার।
৬। নৈতিকতার অভাব।
৭। জাতীয় ঐক্য এর অভাব।
৮। শিক্ষিত ব্যক্তিদের কান্ডজ্ঞানহীন কর্ম কান্ড।
৯। শুশিক্ষার অভাব।।
১০। শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ সকল খাতে অরাজক পরিস্থিতি।
১১। দেশাত্মবোধের দারুণ অভাব।
১২। জাতীয় স্বার্থ জলাঞ্জলি ও ব্যক্তি স্বার্থে অগ্রাধিকার
১৩। নষ্ট মানসিকতা।
১৪। অপ সংস্কৃতি ও আকাশ সংস্কৃতির প্রভাব।
১৫। বিলম্বিত বিচার।
১৬। সকলের কাজকর্মের জবাবদিহিার অভাব।
১৭। গনতান্ত্রিক মূল্য বোধের ঘাটতি।

নিঃসন্দেহে উপরোক্ত বিষয় গুলো আমরা দেশবাসী,রাজনৈতিক ব্যক্তিত্ব,বিজ্ঞ বিচারক বৃন্দ, সরকারি কর্ম কর্তা ও কর্ম চারীগন, সৎ শিক্ষিত ব্যক্তি,শিক্ষক ও সুশীল সমাজ আন্তরিক হলে অবশ্যই সমাধান করতে পারবো ইনশাআল্লাহ।

একজন মুক্তিযোদ্ধা,দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক ও আশাবাদী মানুষ হিসেবে আমার দৃঢ বিস্বাস এটা সম্ভব।

লেখক : বীর মুক্তিযোদ্ধা, আইনজীবি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.