ভোক্তাঅধিকার বাস্তবায়নে কাপ্তাই ইউএনও’র ভ্রাম্যমাণ আদালত ৭ দোকানিকে অর্থ দন্ড

0

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়নে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট)মুনতাসির-জাহান১৩ ডিসেম্বর রবিবার বেলা ১২টা হতে বড়ইছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ

সময় মেয়াদোর্ত্তীণ পণ্য ও ফ্রিজে সংরক্ষিত খাদ্য সামগ্রী সহ বিভিন্ন নিন্ম মানের পন্য বিক্রয়ের বিভিন্ন কেটাকরি অপরাধে এক অটোরিকশা চালকসহ ৭ দোকানিকে অর্থ জরিমানা করা হয়।

ইউএনও মুনতাসির জাহান বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে কাপ্তাইয়ের সব এলাকায় অভিযান চালানো হবে। এ ছাড়া অভিযানে নিন্ম মানের খাদ্য সামগ্রী ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে ৬টি দোকান ও এক আটোরিক্সা থেকে ৫ হাজর ৯ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও আরও বলেন, অভিযানের সময় জনসাধারণকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সার্বক্ষণিক মাস্ক পরিধানের বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করা সহ সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.