নেত্রকোণায় দুর্নীতির মামলায় কারাগারে রেলওয়ের উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী নাজমুল হক মৃধা

0

মেহেদী হাসান আকন্দ: বাংলাদেশ রেলওয়ে শ্যামগঞ্জ কার্যালয়ের উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী এ টি এম নাজমুল হক মৃধা দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন।
জানাযায়, নেত্রকোণার জেলার সদর উপজেলার সিংহের বাংলা গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে শাহজাহান কবির বাদী হয়ে বাংলাদেশ রেলওয়ে শ্যামগঞ্জ কার্যালয়ের উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী এ টি এম নাজমুল হক মৃধার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে স্পেশাল মোঃ নং-০৬/২০১৮ দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ এর সহকারী পরিচালক এ কে এম বজলুর রশিদ ১১/০২/২০২০তারিখে আসামী এ টি এম নাজমুল হক মৃধার বিরুদ্ধে দন্ডবিধির ১৬১/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
বিজ্ঞ আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ৫জানুয়ারী আসামী এ টি এম নাজমুল হক মৃধা আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.