বিদ্যূৎ চুরির মামলায় আটক উপসহকারী প্রকৌশলী নাজমুল হক মৃধা

0

মেহেদী হাসান আকন্দ : বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ অঞ্চলের শ্যামগঞ্জ সেকশনে কর্মরত উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী এ টি এম নাজমুল হক মৃধাকে ১৪৭১/১৭ নং মামলায় বিদ্যুৎ আইনের ৩৯(ক) ধারায় গ্রেফতারী পরোয়ানামূলে নেত্রকোণা মডেল থানা পুলিশ আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজুতে প্রেরণ করেন। জানা যায়, নাজমুল হক মৃধা ২০১৭সালে নেত্রকোণা বড় স্টেশন এলাকায় বসবাস কালে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে বিদ্যুৎ আইনের ৩৯(ক) ধারায় মামলা দায়ের করেন নেত্রকোণা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ আদালত ময়মনসিংহ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। উল্লেখ, আসামী এ টি এম নাজমুল হক মৃধা দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দন্ডবিধির ১৬১/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ পত্রের ভিত্তিতে গত ৫ জানুয়ারী হতে ১৯ জানুয়ারী পর্যন্ত নেত্রকোণা কারাগারে আটক ছিলেন। এব্যাপরে বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, শ্যামগঞ্জ সেকশনে কর্মরত উর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী এ টি এম নাজমুল হক মৃধার গ্রেফতারের বিষয়ে তিনি অবগত রয়েছেন এবং চাকরীবিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.