আল জাজিরা বাংলাদেশের এগিয়ে যাওয়াটাকে বাধাগ্রস্ত করতে মিথ্যা প্রচার করেছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি
তৌহিদ উদ দৌলা রেজা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের আগে থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করে চলতে হচ্ছে, আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক অনেক ষড়যন্ত্র রয়েছে, সবসময় একটি গোষ্ঠি এ দেশের উন্নয়নে বাধাগ্রস্ত করে আসছে, তাদেরকে একাত্তরের পরাজিত শক্তির অংশ বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়াটাকে সহ্য করতে না পেরে আল জাজিরার মাধ্যমে অসৎ উদ্দ্যেশে মিথ্যা প্রচার করেছে। স্বাধীনতা বিরোধী শক্তি তাদের ব্যর্থচেষ্টা করছে। স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে তাদের মুখে ছাই দিয়ে দেশ এগিয়ে যাবে বলেও তিনি বলেন। রোববার দুপুরে মুজিবনগর উপজেলার গৌরিনগর খালের পুণঃখনন কাজ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার বিভিন্ন মহলের দখলে যাওয়া নদী-খাল ও বিল উদ্ধার অব্যহত রেখেছেন। পাশাপাশি কৃষকের সেচ সুবিধার জন্য ও অতি বষর্ণে কৃষি জমি প্লাবিত হওয়ার আশংকা থেকে বাঁচাতে পারবে। সে জন্য মেহেরপুরের ভৈরব নদী খননের পর বিভিন্ন খাল-বিল গুলোও আমরা খনন কাজ শুরু করেছি। এগুলো পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।