মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ উল্লাহ দিয়ে যাচ্ছে সেবা,পোস্টার রাজনীতিতে সরব অন্যপ্রার্থীরা

0

ইয়াছিন আরাফাত,মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান থাকায় এটি দেশের এখন আলোচিত ইউনিয়ন। ইতিমধ্যে জন্মনিবন্ধন অনলাইন প্রক্রিয়াকে কেন্দ্র করে আগের তুলনায় পরিষদ মূখি হচ্ছে সেবা প্রার্থীরা। ফলে আগের চেয়ে কাগজ পত্রে প্রতিদিন সকাল রাতে সই করা বেড়েছে তিন গুণ। ফলে বিরামহীন ভাবে স্থানিয় চেযারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ কাগজে সই করে যাচ্ছে। এতে সেবা পেয়ে খুশি পরিষদ মূখি লোকজন। অপরদিকে আগামী ইউপি নির্বাচনকে ঘিরে নৌকার মনোনয়ন প্রত্যাশি অনেকে পোস্টারে রাজনীতিতে সরব হতে দেখা গেলেও তাদের তেমন জনপ্রিয়তা আর জনগণের পাশে থাকার খবর পাওয়া যায়নি।
অপরদিকে পেশাগত ২ বছরের মধ্যেও চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহর সাথে একবারেও আমার সামনা সামনি দেখা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ মাধ্যমে তাহার জনপ্রিয়তার কথা দেখা যায় প্রায় সময়। শুনলাম ছোট-বড় সবাইকে তিনি দাঁড়িয়ে সম্মান ও মুচকি হাঁসি দিয়ে সালাম জানায়। এতে বুঝত বাকি হলনা গরিবের ঘরে জন্ম গ্রহণ করলেও বড় কলিজার মানুষ গরীবের বন্ধু মাস্টার মোহাম্মদ উল্লাহ।
জানাগেছে,আগামী ইউপি নির্বাচনকে ঘিরে বহুমুখি ষড়যন্ত্র যেন তার পিছু ছাড়ছেনা। তার কাল হচ্ছে নাকি এলাকায় জনপ্রিয়তা ও বিশাল ভোট ব্যাংক রয়েছে তার পক্ষে। আমি আশা রাখি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাতারবাড়ী থেকে অনেকে নৌকার মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগের জরিফ দলের উচিত মাঠ পর্যায়ে জনপ্রিয়তা যাচাই করে দলের টিকেট দেয়া। কারণ অযাচিত ও অযোগ্য ব্যক্তিদের জনগণ প্রত্যাখান করবে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দল। তবে অনেকে মনে করছেন মাস্টার মোহাম্মদ উল্লাহ পোস্টারে রাজনীতিতে সরব না থেকে উন্নয়ন ও বিচার শালিসে সময় দিচ্ছেন।

মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাষ্টার মোহাম্মদ উল্লাহ এক প্রতিক্রিয়ায় বলেন, অাসুন মাতারবাড়ীকে অারো উন্নয়নের অঙ্গীকার নিয়ে অামি মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। অাজীবন মাতারবাড়ীবাসীর সেবা করতে অামি বদ্ধ পরিকর। তবে অাপনাদের দোয়া, ভালবাসা পেলে অামি অাবারো অাগামী ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাপোষণ করছি । জনগনের প্রতি অামার যথেষ্ট অাস্থা রয়েছে বিদায় অামাকে মাতারবাড়ীবাসী অাবারো ভোট দিয়ে নির্বাচিত করবে বলে অামি অাশা রাখি। তা ছাড়া অামি বিপুল ভোটে বিজয় হব ইনশাঅাল্লাহ। প্রিয় নেত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নের বিশ্বাসী বিদায় অাগামী ইউপি নির্বাচনে জনসেবা করতে নৌকা প্রতীক অামাকে দেবেন বলে শতভাগ অাশাবাদী। সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়া দিতে গিয়ে উপরোক্ত কথা বলেছেন মাতারবাড়ী ইউপি
চেয়ারম্যান ও অাওয়ামীলীগ নেতা মাষ্টার মো: উল্লাহ।

তিনি সংক্ষিপ্ত সাক্ষাতকার দিতে গিয়ে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মাতারবাড়ী হাইস্কুল শাখায় একবার সভাপতি,পরবর্তীতে সাধারণ সন্পাদকের দায়িত্ব পালন করেছেন। কৃষক লীগ মাতারবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, ২বার মাতারবাড়ী ইউনিয়ন অাওয়ামীলীগের যুগ্ম সন্পাদকের দায়িত্ব পালন করেন। একবার মাতারবাড়ী ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বর্তমানে ইউনিয়ন অাওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা অাওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য হিসাবে দলীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ ছাড়া তিনি বিপুল ভোটে ১৯৯৮ সালে মেম্বার নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী দের বিরুদ্ধে প্রতিবাদ করে মগডেইল এলাকাকে সন্ত্রাস মুক্ত করেছিলেন। তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ও কর্মদক্ষতা দেখে গেল বার ইউপি নির্বাচনে মাতারবাড়ী বাসী তাকে অানারস প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। তিনি এবার অাশা করেন সার্বিক বিবেচনা করে মানবতার মা দেশ মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীক দেবেন বলে শতভাগ আশা করেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.