পাবনায় একদিনে রেকর্ড ৫৭ জনের করোনা শনাক্ত
পাবনায় বাড়তে শুরু করেছে করোনা পজিটিভ রোগী ৷ গেল ২৪ ঘন্টায় ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
পাবনা প্রতিনিধি : পাবনায় বাড়তে শুরু করেছে করোনা পজিটিভ রোগী ৷ গেল ২৪ ঘন্টায় ৫৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যা এ জেলায় সর্বোচ্ছ। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল এ তত্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট ৩২৬ টি নমুনা পরীক্ষা করে এই ৫৭ জন নতুন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে৷ ঢাকা ও রাজশাহীতে শনিবার এই নমুনা পরীক্ষা করা হয়৷ ঢাকায় ১৭৮ টি নমুনার মধ্যে ২৬ টি পজিটিভ এবং রাজশাহীতে ১৪৮ টির মধ্যে ৩১ টি করোনা পজিটিভ পাওয়া যায় ৷ রাজশাহীর পরীক্ষায় ২৬ জন পাবনা সদর, ৪ জন ঈশ্বরদী ও ১ জন আটঘরিয়ার রোগী। ঢাকার বিস্তারিত পাওয়া যায় নেই৷ পেলে জানানো হবে বলে তিনি জানান সিভিল সার্জন। তিনি আরো বলেন, নতুন ৫৭ জন নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২৯ জন। এর মধ্যে সুজানগর পলি ও আটঘরিয়ায় মারুফ নামে দুইজন আগেই উপসর্গ নিয়ে মারা গেছেন। মারা যাওয়ার পর তাদের নমুনায় সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। তাদের নমুনা করোনা পজেটিভ আসে । এছাড়াও সুস্থ হয়ে স্বাভবিক জীবনে ফিরেছেন ৮ জন। একদিনে আক্রান্তের সংখ্যা তিনগুন বৃদ্ধি পাওয়ায় জেলাবাসীর মধ্যে আতংক আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এর আগে এক দিনে ১৯ জন করোনা রোগী সনাক্ত হয় পাবনাতে।