গরম বাতাস পানিহীন বৃষ্টি ধুলা ঝড়ে শেরপুরের নকলায় উপজেলার প্রায় ২০০ কোটি টাকার বোর ফসলের ক্ষতি

0

নকলা প্রতিনিধি : নকলা উপজেলার বিভিন্ন গ্রামের বোর ফসল পুড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক। খোঁজ নিয়ে জানা গেছে গত সপ্তাহে গরম বাতাস পানিহীন বৃষ্টি ধুলা ঝড় বিভিন্ন মাঠের উপর দিয়ে বয়ে যায়। এতে করে নকলা উপজেলার কমপক্ষে ২ হাজার হেক্টর জমি কৃষকের রোপন করা ধান মরে চিটা হয়ে যায় । বি ধান ২৬, বি ধান ২৮, বি ধান ২৯ এসকল চিকন জাতের ধান গুলোতে এ আক্রমনের প্রাদুর্ভাব বেশি দেখা দেয় । স্থানীয় কৃষি বিভাগ বলেছে গরম বাতাসে ও ধুলা ঝড়ে ধান গুলোর ভিতরে চাল উৎপদনের ক্ষমতা নষ্ট করে ফেলে যে কারনে এ ধান গুলো মরে যায় । সর জমিতে ঘুরে দেখা গেছে , মাঠের পর মাঠ ধানে সাজানো থাকলে এ ধান গুলোতে চাল নেই মাঠের ধান গাছ মরে যাচ্ছে । কৃষকরা দু:চিন্তায় আহাজারী করছে ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.