শেরপুরেরর বিশষ্যের রাজ ভান্ডার চন্দ্রকোনা ইউনিয়ন

0

নকলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল : শেরপুর জেলার নকলা উপজেলার দক্ষিন সীমানায় অবস্থিত চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদ নানা দিক থেকে ইতিহাস খ্যাত ইউনিয়নটিতে রবি শষ্যের বাম্পার ফলনে স্বাবলম্বি হাজার কৃষক। এখানে ভোট্রা , সূর্য মুখী, লাউ ,সরিষা, বেগুন , টমেটো , লেবু , করলা,আলু ,প্রচুর পরিমানে উৎপাদন হয়েছে, বাছুর আলগা গ্রামের কৃষক জান্নাতুল ইসলাম বাদল, সূযমুখীর চাষ করে, ঘুরিয়েছেন ভাগ্যের চাকা এদিকে আদর্শ চাষী ময়মনসিংহ বিভাগে যিনি তুলা উৎপাদনে শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছেন সাজু সাঈদ সিদ্দিকি এক একর জমিতে করলা চাষ করে লাভবান হয়েছেন। কৃষিমন্ত্রী (সাবেক) বর্তমান নকলা নালিতাবাড়ির এমপি বেগম মতিয়া চৌধুরীর দেওয়া বি এ ডি সি আলু বীজ উৎপাদন প্রকল্পে অন্তভুক্ত হয়ে আদর্শ কৃষক সচিব নজরুল ইসলামের ছোট ভাই কামরুজ্জামান ১০০ একর জমিতে করছেন বীজ আলু উৎপাদন বুধবার মাঠে মাঠে দিনব্যাপী ঘুরে বিভিন্ন কৃষকের সাথে ও বিএডিসি কমকর্তা মো: মিজানুর রহমানের সাথে কথা হয় । এ প্রসঙ্গে বিএডিসি কর্মকর্তা বলেন আমরা দিনে রাতে প্রতিদিন পরিদর্শন করে কৃষককে পরামর্শ দেই যে কারণে অতিতের যে কোন সময়ের চেয়ে এবার ভালো ফলন হওয়ার আশা করছি ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.