কালো কচু , ঢোড়া কচু ও নারকেলি কচু আবাদ করে নকলার স্বাবলম্বী ৩ হাজার কৃষক

0

নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন গ্রামে আবাদ হয়েছে কালো কচু, ঢোড়া কচু ও নারকেলি কচু । এই ৩ জাতের কচু আবাদ করে তা থেকে লতি বিক্রি করে প্রায় ৫ হাজার পরিবার স্বাচ্ছন্দে জীবনযাপন করছে । উপজেলার মমিনাকান্দা গ্রামের আরেচ মিয়া জানান, ৫০ শতক জমিতে গত বছর এ জাতের কচু আবাদ করে বিক্রি করেছিলেন কচু লতি মিলে আড়াই লাখ টাকা এবার একই জমিতে আবারও এ জাতের কচু আবাদ করেছেন লতিসহ ৩ লাখ টাকার কচু বিক্রি করবেন বলে তিনি বিডি২৪ভিউজ কে জানান । বিভিন্ন গ্রামের কৃষকরা এ জাতীয় কালো কচু , সোনামুখী কচু ও লতিরাজ কচুর প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে বেশি এ জাতের কচু আবাদ করে সারা বছরই কচু ও লতি বিক্রি করে লাভবান হওয়া যায় বলে জানান কৃষকরা । কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাত্র ৩৫ হেক্টর জমিতে কচু আবাদ হলেও প্রকৃত পক্ষে আবাদ হয়েছে অনেক বেশি।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.