নীলফামারীতে বোরো ধানের বাম্পার ফলন

0

সত্যেন্দ্র নাথ রায় ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, হবে সোনার বাংলাদেশ”। দেশে এখনও অধিকাংশ মানুষ কৃষিকে আকরে ধরে বেঁচে আছে। পৃথিবী যখন করোনা মহামারীতে বিপর্যস্ত । কৃষকেরা এই সময়ে জমিন ছেড়ে নিস্ক্রিয় ও ভীরুর মত শষ্য উৎপাদন ছেড়ে পালিয়ে যায়নি বরং সব বাধা অতিক্রম করে মানুষের খাদ্যের চাহিদা যোগানে ব্যাপক ভুমিকা রাখছে । কাঠ ফাটা রোদে শরীরের ভেজা ঘাম আর চোখ থেকে খসে পড়া জলে ফসল উৎপাদনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা।

নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের কচুয়া গ্রামের ৪ নং ওর্য়াডের মৃত মঙ্গলু বর্মনের ছেলে বিশ্বজিৎ রায় (টুনু) ও একই এলাকার শফিউল আজম (সোহেল), ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের বনবালী রায় এর সাথে সরজমিনে গিয়ে কথা হলে তারা বিডি২৪ভিউজ কে বলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নানা পরামর্শে ধানে তেমন রোগবালাই না হওয়ায় বাম্পার ফলন হয়েছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ফসল আমরা ঘরে তুলতে পারব এবং অনেক লাভবান হবো । এ বিষয়ে কথা হলে নীলফামারী কৃষি বিভাগের উপ পরিচালক আবু বক্কর সিদ্দিক বিডি২৪ভিউজ কে বলেন , আমাদের কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বপন থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। এবারে জেলায় ৮১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে । লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আমরা আশা করছি।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.