নীলফামারীর ডোমারে বিএডিসি ফার্মে মাটির গুনগতমান সঠিক রাখতে ধইনঞ্চা চাষ

0

সত্যেন্দ্র নাথ রায় নীলফামারী প্রতিনিধি : দিন দিন রাসায়নিক সারের অপরিকল্পিত ও বেশি ব্যাবহারে কৃষিতে খরচ বৃদ্ধিকে রোধ, গুনগত মান ঠিক রাখতে নীলফামারী ডোমারে সোনারায় ভিত্তি বীজ আলুর খামার (বিএডিসি)উপপরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা। ব্যাপকভাবে জমিনে ধইনঞ্চা চাষ এর কাজ করে যাচ্ছেন। তার কার্যালয়ে গিয়ে জানাযায় একুশ বৎসর ধরে এই খামারে চাষ করা হচ্ছে।গাছের জীবনচক্র সঠিকভাবে সম্পন্ন করণে ১৭টি খাদ্য গুরুত্বপূর্ন।

এসব খাদ্য উপাদান বাতাস ও মাটি থেকে সংগ্রহ করে পাতা তৈরি করে ধইনঞ্চা গাছ। এবারে ফার্মে ৩ শত ৫০ একর জমিতে চাষ করাহয়,সাধারনত ৫৫ থেকে ৬০ দিনে মধ্যেই প্রক্রিয়ার করনের মাধ্যমে জমিনের খাদ্য উপযোগী হয়। জমির জীবনীশক্তি পুনরুদ্ধার, কাঙ্খিত উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জমির উর্বরতা বৃদ্ধি, মাটির স্বাস্থ্যরক্ষা, এবং সার হিসেবেও ধইনঞ্চা ব্যবহৃত হয়, হেক্টর প্রতি ২৫হতে ৩০টন উৎপাদন হয়। যা ১০০ শ হতে ১৫০ কেজি নাইট্রেজেন সরবরাহ করে, তাতে দুইশত ২০ হতে দুইশত ৫০ কেজি ইউরিয়ার সমান কাজ করে। সবটুকু কর্মদক্ষতা,মেধাকে কাজে লাগিয়ে একনিষ্ঠ ভাবে কাজকরে যাচ্ছেন (বিএডিসি) খামারের উপপরিচালক, মোহাম্মদ তালেব মিঞা। আমার প্রান্তিক কৃষক ভাইদের এই মেসেজ দিতেচাই আপনারা এ পদ্ধতি গ্রহন করুন তাহলে আমরাই সবাই উপকৃত হব,এবং চাষীদের জৈবসার প্রয়োগ করতে হবে।পারত পক্ষে রাসায়নিক সার কিটনাশক কম ব্যাবহার করে রোগমুক্ত থাকি।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.