মাসুম আহম্মেদ একজন সফল লেবু চাষী

0

ইউসুফ আলী মন্ডল নকলা প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে ব্রহ্মপুত্রের জেগে উঠা চরে বীজ বিহীন সীডলেস লেবু চাষ করে অনেকেই ঘুরিয়েছেন ভাগ্যের চাকা । তাদের মধ্যে একজন হলেন মাসুম আহম্মেদ তিনি ৬০ একর জমিতে চাষ করেছেন লেবু । অকৃষি এই জমিতে লেবু চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন অনেক চাষীকে । তার বাগানে ৫০লাখ টাকার লেবু উৎপাদিত হয়েছে । তার দেখাদেখি অন্য চাষীরাও বীজ বিহীন লেবু চাষে আগ্রহী হয়েছেন।

তিনি বিডি২৪ভিউজ কে বলেন বিগত ৭ বছরে প্রচুর পরিমান লেবু হয়েছে কিন্তু বাজারে বেশি দাম না থাকায় কোন মতো খরচ উঠেছে । এখন থেকে লাভের স্বপ্ন দেখতে পারবো । মাসুম আহম্মেদ প্রায় ৬০ একর জমিতে লেবু চাষ করেছেন । তাছাড়াও আসে পাশের কৃষক দুলাল মিয়া , মোজাম্মেল সহ কমপক্ষে ২০জন জেগে উঠা চরে লেবু চাষ করে অধিক লাভবান হয়ে উঠছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.