পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ধান,গম ও পাট উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় গম বীজ উৎপাদন ( বারি গম-৩০) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলার টাটিপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর উপজেলার আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। এর আগে তিনি বারি গম-৩০ প্রদর্শনী ও কর্তনের উদ্বোধন করেন। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের, পাবনা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাঈনী, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল সহ অন্যান্য কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।