ইউসুফ আলী মন্ডল , নকলা, শেরপুর : শেরপুর জেলার নকলা উপজেলায় এ বছর কৃষকের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে হাইব্রীড শষা চাষ । বাজারে দাম ভালো থাকায় এবং বেশি পরিমাণ উৎপাদন হওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে ৩৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে হাইব্রীড জাতের শষা। ছাতুগাও গ্রামের কৃষক আব্দুল জলিলসহ আরো অনেকে বিডি২৪ভিউজ কে জানান আল্প জমিতে বেশি পরিমান বেশি পরিমান শষা উৎপাদন হওয়ায় বাজার মূল্য ভালো থাকায় বিগত ২০ বছর যাবৎ শষা আবাদ করছেন জলিল।
শষা উৎপাদন হচ্ছে এ উপজেলায় প্রায় ৬০ হাজার মন যা বিক্রি করে নকলায় প্রায় ৫ কোটি টাকা পাবেন কৃষকরা বলে জানা যায়। কৃষক জলিল বলেন ৫০ শতক জমিতে শষা চাষ করে তার খরচ হয়েছে ৯০ হাজার টাকা , ৩০০ মন শষা বিক্রি করেছেন প্রায় ২ লক্ষ টাকা । কৃষকরা জানান , পোকা- মাকড়ের আক্রমন করলেও এতে সামান্য ক্ষতি হয়ে থাকে চাষীদের বেশি বেশি আগ্রহী করে তুলতে হলে কৃষি ঋণের ব্যবস্থা করার দাবী জানান কৃষকেরা । নকলা উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস বলেন দিনে দিনে শষা চাষ বৃদ্ধি পাচ্ছে আমার বিভিন্ন সময় কৃষকদের কে উন্নত প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আসছি যাতে কৃষক ভাল ফলন পায় ।