কষ্টিয়ার মুখা কচু চাষ হচ্ছে নকলায়, লাভ হওয়ায় খুশি কৃষক

নকলা প্রতিনিধি : কষ্টিয়ার মুখা কচু চাষ হচ্ছে নকলায়, লাভ হওয়ায় খুশি কৃষক । শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন এলাকায় কষ্টিয়ার মুখা কচু আবাদ বৃদ্দি পেয়েছে । বিভিন্ন এলাকার কৃষক জানান এক একর জমিতে কষ্টিয়ার মুখা কচু রোপন করতে খরচ হয় ১৫/২০ হাজার টাকা। উৎপাদিত ফসল বিক্রি করা হয় আড়াই লাখ টাকায় যেসমস্ত এলাকায় উচু জমি রয়েছে সেখানে অল্প খরচে ঝুকে পড়ছেন চাষীরা কষ্টিয়ার মুখা কচু আবাদে । তবে কৃষি অফিস থেকে কোন কৃষককে কষ্টিয়ার মুখা কচু আবাদে পরামর্শ দেওয়া হচ্ছেনা ।

মুখা কচু চাষ
Comments (0)
Add Comment