ইউসুফ আলী মন্ডল নকলা (শেরপুর) প্রতিনিধি : চলতি বোর মৌসুমে কৃষকরা সংকটে ছিল শ্রমিকের জন্য তারা প্রথমদিকে ধান আনতে পারছিল না মাঠ থেকে । বর্তমানে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমিক এসে কৃষকের ধান কেটে দিচ্ছে তবে কৃষকের লাভের চেয়ে ঝামেলা বেড়েছে বেশি। এক মন ধান বিক্রি করতে হচ্ছে ৭০০ টাকায় শ্রমিকের মুজুরি ১০০০ টাকা প্রতি জন কাজেই ধানে কৃষকের লাভ হচ্ছেনা বলে জানান বিভিন্ন কৃষি জমির মালিক ।