নকলা প্রতিনিধি: শেরপুর জেলায় চলতি বোর মৌসুমে ৯০ হাজার ৬শত ৫০ হেক্টর জমিতে বোর উৎপাদন হয়েছে । এতে উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৬ লাখ মেট্রিকটন ধান প্রকৃত পক্ষে লক্ষ্য মাত্রা ছাড়িয়ে আরো বেশি পরিমান উৎপাদন হচ্ছে । এতে সরকার সারা জেলায় ধান হিসাবে ক্রয় করছেন ১২ হাজার ৯ শত ৬৭ মেট্রিকটন , চাল ক্রয় করবেন ২৪ হাজার ৫শত ২৫ মেট্রিকটন । জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, এবার খাদ্য মন্ত্রনালয়ের জরুরি মিটিং এ বুধবার খাদ্য সচিব নাজমুন আরা খাতুন শেরপুরে ধান ক্রয় এর জন্য আগে নীতিমালা পরিবর্তন করে । কৃষি অফিসের মাধ্যমে যে সমস্ত কৃষক কৃষক এ্যাপে নাম লেখাবেন তাদের ধান আগে নেওয়া হবে। জেলা কৃষি উপপরিচালক ডক্টর মোহিদ কুমার দে বলেন এবার শেরপুর জেলায় লক্ষ্যে মাত্রা ছাড়িয়ে আরো ২৫ হাজার মেট্রিকটন ধান উৎপাদন বেশি হবে।