বিডি২৪ভিউজ ডেস্ক : চলতি মৌসুমে পাটের ভালো দাম পাওয়ায় খুশি চাটমোহরের চাষিরা। উপজেলাসহ চলনবিল অঞ্চলের বিভিন্ন হাট-বাজারে বর্তমানে প্রতি মণ তোষা পাট বিক্রি হচ্ছে ৩ হাজার ১০০ থেকে ৩ হাজার ৩০০ টাকায়। আর দেশি পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। কৃষকরা জানায়, প্রতি বিঘা জমিতে পাট উত্পাদনে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। ফলন হয়েছে ৮ থেকে ১০ মণ। এতে প্রতি মণ পাটে গড়ে দেড় হাজার টাকার মতো লাভ হচ্ছে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মাসুমবিল্লাহ জানান, চলতি মৌসুমে উপজেলার ৮ হাজার ৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। ফলন ভালো হয়েছে। বাজারে পাটের দামও ভালো।