সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মাঠের আমন ধান ঘড়ে তুলতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে কৃষক ।
সোনালী ফসল আমনধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে ডোমার উপজেলার কৃষকেরা। এবারে আমন ধানের ভালো দাম ও ফলন ভালো হওয়ায় কৃষক কিছুটা শ্বস্তির নিশ্বাস ফেলছে। উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) আনিছুজ্জামান বিডি২৪ভিউজ কে জানান ডোমারে এবার ১৮ হাজার ৮৩০ হেক্টর জমিনে আমন ধানের চাষাবাদ করা হয়েছে,যার ৭০ শতাংশ ধান কৃষক ঘড়ে তুলতে সক্ষম হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।