পাবনায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বারি-৫ ও বারি-৬ এর মাঠ দিবস পালন

পাবনা প্রতিনিধি:পাবনায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বারি-৫ ও বারি-৬ উৎপাদনে সাফল্য পেয়েছেন গবেষকরা। বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র ( বিএআরআই) এর তত্ত্বাবধানে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে এ পেঁয়াজের সফল আবাদও হয়েছে। বাংলাদেশের আবহাওয়ায় বারি-৫ জাতের এ পেঁয়াজ সারা বছর রোপণ করা যাবে বলে জানিয়েছেন গবেষকরা। এ জাতের পেঁয়াজের বীজ উৎপাদন ও চাষাবাদের বিষয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত ও অগ্রগামী পেঁয়াজ চাষীসহ ১৪০ জন কৃষককে এ পেঁয়াজ চাষে ধারণা দেয়া হয়েছে।

কৃষি সংশ্লিষ্টরা জানান, বর্ষার শেষে, সেপ্টেম্বর ও অক্টোবরে প্রতিবছর পেঁয়াজের সংকট হয়। ফলে, সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে প্রতিবছর পেঁয়াজের দাম বাড়ে। বারি-৫ ও বারি-৬ জাতের উচ্চফলনশীল এ পেঁয়াজ আবাদে বিঘা প্রতি ৪০ থেকে ৪৫ মণ পর্যন্ত ফলন পাওয়া যাবে। তাতে পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি আমদানি নির্ভরতা নেমে আসবে শূন্যের কোঠায়। নতুন জাতের এ পেঁয়াজ আবাদের খরচ অপেক্ষাকৃত কম এবং ফলনও ভালো। কৃষক পর্যায়ে পরীক্ষামূলক উৎপাদনে সফলতা এলে আগামী বছর থেকে নতুন জাতের এ পেঁয়াজ বাণিজ্যিকভাবে সারাদেশে আবাদের উদ্যোগ নেওয়া হবে ।

এই উপলক্ষে পাবনা ঈশ্বরদী ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রর কৃষক কৃষানীদের নিয়ে বারি-৫ ও বারি-৫ পেয়াজ’র বগুড়া বিএআরআই, শিবগঞ্জ মুখ্য বৈজ্ঞানিককর্মকর্তা, মসলা গবেষণা কেন্দ্র’র ড. মোঃ হামিম রেজা’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষিগবেষণা কেন্দ্র, বিএআরআই ঈশ্বরদী’র পরিচালক ড. দেবা র্শীষ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল লতিফ, জাতীয় কৃষিপদকপ্রাপ্ত কৃষক আলহাজ্ব মোঃ শাহজাহান আলী, ড. মোঃমাসুদ আলম ও ড. মোঃ নুরআলম চৌধুরী, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়া।

পাবনায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বারি-৫ ও বারি-৬ এর মাঠ দিবস পালন
Comments (0)
Add Comment