ইউসুফ আলী মন্ডল,নকলা প্রতিনিধি : শেরপুরের নকলায় আলু চাষে বাম্পার ফলনের সম্বাবনা দেখা দিয়েছে । শেরপুর জেলার মৃগী নদীর পাড়ে এবার কৃষকরা বাংলাদেশ কৃষিউন্নয়ন করর্পোরেশন বি এ ডিসি টিস্যু আলু হিমাগার ৩০০ একর জমিতে আলু চাষ করেছে বলে বিডি২৪ ভিউজকে জানিয়েছে কৃষক লিটন ও কামরুজ্জামান গেন্দু । এবার সম্বাব্য উৎপাদন হিসাবে ১৬শত মেট্রিকটন আলু উৎপাদিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ কৃষিউন্নয়ন করর্পোরেশন বি এ ডিসি কর্তৃপক্ষ । এতে করে কৃষকেরা লাভের স্বপ্ন দেখছেন বলে আলু চাষীরা ।