নকলা প্রতিনিধি : নকলায় পাটের সুদিন ফিরে এসেছে এখন এক মন পাট বিক্রি হচ্ছে ৫,৫০০ টাকা। একজন পাট ব্যবসায়ীর নিকট জানা গেছে, তিনি ৫২০০ টাকা করে ৯৭ মন পাট সংগ্রহ করলেও এখন পাট পাওয়া যাচ্ছেনা বাজারে । পাট গবেষনা অধিদপ্তর , পাট উন্নয়ন অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগে পাটের উপর গুরুত্ব দিয়ে কৃষক কৃষানীদের কে পরামর্শ দিলেও বর্তমানে পাটের উপর কোন কার্যক্রম না থাকায় পাট চাষীরা চাষে আগ্রহ হারানোর ফলে তিনগুন দাম বেড়ে গেছে এবং সংগ্রহ শুন্যের কোঠায় নেমে এসেছে । এখানে পাট উন্নয়ন প্রকল্পের উপ সহকারী একজন কর্মকর্তা তাহমিনা আক্তার বিগত ২ বছর যাবত শেরপুর অবস্থান করেন। শুধুমাত্র বীজ বিতরণের সময় একদিন মাত্র অফিস করেন বিধায় পাট চাষীরা একেবারেই আগ্রহ হারিয়ে ফেলছেন । নতুন করে পাটের ভাল দাম পাওয়ায় আবারও পাট চাষিরা পাট চাষের দিকে ঝুঁকবে বলে মনে করেন কৃষিবিদরা ।