শেরপুরের নকলায় প্রথমবারের মতো ৪ একর জমিতে সিডলেস লেবু চাষ

ইউসুফ আলী মন্ডল, নকলা শেরপুর থেকে : শেরপুরের নকলা উপজেলার বাছুরআলগা গ্রামে সিডলেস লেবু চাষ করা হয়েছে । প্রথম বারেই ৪ একর জমিতে সিডলেস লেবু চাষ করে লাভের স্বপ্ন দেখছেন বাছুরআলগা গ্রামের কৃষক আবু রায়হান শামীম মিয়া কম খরচে বেশি লাভ ভেবে বীজ বিহীন লেবু চাষ করে প্রথম বারেই বাজারে বিক্রি করছেন ৬ লাখ টাকার লেবু লাভজনক সিডলেস লেবু চাষ করার পরামর্শ দিয়ে যাচ্ছেন নকলা কৃষিবিভাগ। স্বাদ ও রসে ভরপুর বীজ বিহীন লেবু সিডলেস চাষ করে অল্প সময়ে লাভবান হয়েছেন কৃষক শামীম মিয়া বাজারে এর মূল্য ভালো থাকায় চাহিদা বেশি অপর দিকে পোকা-মাকরের আক্রমনও কম । প্রতি ১০০ লেবু বিক্রি করেন তিনি ১ হাজার টাকা ইতিমধ্যে সিডলেস লেবু চাষ করে বেশ সুনাম আর্জন করেছেন তিনি। তার দেখাদেখি অন্য চাষীরাও কলম সংগ্রহ করে আবাদ করছেন শামীম বলেন গত বছর ২০ টাকা প্রতি চারা কলম সংগ্রহ করে ৪একর জমিতে লাগান ২ হাজার চারা এক বছরে তা ফলন হয়েছে এতে বিক্রি করছেন ৬ লাখ টাকা তার নিজের অভিজ্ঞতায় ২০ টাকা করে ২ হাজার কলম সংগ্রহ করে আবাদ করেন তিনি লাভজনক লেবু এবারও ভালো ফলন হয়েছে তিনি বলেন আগামীমাসে ১০ লাখ টাকা বিক্রি করতে পারবেন। তার এ জমিতে শ্রমিকরা কাজ করে জীবিকা নির্বাহ করছেন । সিডলেস লেবু চাষ করে অনেকে লাভবান হয়েছে । বাজারে এর চাহিদা বেশি । দ্রুত সময়ে আগ্রহী হয়ে উঠছেন অনেক চাষী এ জাতীয় লেবু চাষে। নকলা উপজেলার ৩৫ হেক্টর জমিতে এ জাতীয় লেবু চাষ হয়েছে । অল্প খরচে সিডলেস বীজ বিহীন সুস্বাদু ও রসে ভরপুর লেবু এখন বাজারে মূল্য বেশি থাকায় অন্যন্য গ্রামের চাষীরা ঝুকে পড়ছেন লেবু চাষে দেখতে কমলার মত রসে ভরপুর সিডলেস লেবু উৎপাদন করে বাজারে বিক্রি করে লাভবান হওয়ার পাশাপাশি এর কলম বিক্রি করছেন এ উপজেলায় এখন পযর্ন্ত ৩৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস । বাগান মালিকরা প্রতি কলম বিক্রি হচ্ছে ৫০ টাকা অপর দিকে বানেশ্বর্দী স্বপন মিয়া ও অন্যন্য গ্রামের আরোও ৫০ জন চাষী সিডলেস লেবু চাষ করে ব্যাপক লাভের স্বপ্ন দেখছেন।

 

সিডলেস লেবুসিডলেস লেবু চাষ
Comments (0)
Add Comment