বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সহায়ক শিল্প হিসেবে ডেনমার্ক ও শ্রীলঙ্কার দুটি কোম্পানি বাংলাদেশে বেভারেজ পণ্য উৎপাদন করবে। শীঘ্রই দেশ দুটির কোম্পানি দুটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। বৃহস্পতিবার দেশের চিনিকলগুলোর কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক শিল্প হিসেবে বেভারেজ পণ্য উৎপাদনে ‘বাংলাদেশ বেভারেজ প্রজেক্ট’-এর অগ্রগতি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, বাংলাদেশের চিনিকলগুলোতে উৎপাদিত পণ্যে বৈচিত্র্য আনার ক্ষেত্রে চিনিকলের সহায়ক শিল্প হিসেবে বেভারেজ পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। সারা বছর যাতে চিনিকলগুলো চলমান থাকতে পারে এবং অধিক কর্মসংস্থান সৃষ্টিতে এ প্রকল্প সহায়তা করবে। চিনিকলগুলোর উৎপাদিত উপজাত থেকে বেভারেজ পণ্য উৎপাদিত হবে। বেভারেজ পণ্য উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় কাঁচামাল দিয়ে এসব পণ্য উৎপাদন হবে।

বাংলাদেশে বেভারেজ পণ্য উৎপাদন করবে ডেনমার্ক ও শ্রীলঙ্কা
Comments (0)
Add Comment