পাবনা প্রতিনিধি : মুজিব জন্মশতবর্ষ ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পাবনার সাহিত্য ও বিতর্ক ক্লাবের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কনফারেন্স হল রুমে ‘‘মাদক চোরাচালানে ‘কুরিয়ার শিশু’ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের অন্তরায়’’ বিষয় নিয়ে বিতর্কে অংশ নেয় পক্ষ এবং বিপক্ষদলের শিক্ষার্থীরা।
বিতর্ক অনুষ্ঠানে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুর ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, প্রেসক্লাবে সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান। বিতর্ক প্রতিযোগীতা মডারেটর হিসেবে ছিলেন সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মো. মনছুর আলম। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী পক্ষদলের মাঝে পুরুস্কার তুলে দেন।