পাবিপ্রবি প্রতিনিধি : পাবিপ্রবি শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইল সুবিধা দিল প্রশাসন বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ শিক্ষার্থীদের বিবেচনায় ইনস্টিটিউশনাল ই-মেইল খোলার সুবিধা প্রদানের মধ্যদিয়ে ডিজিটাইলেশনের আরো একধাপ এগিয়ে গেলো। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর হতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য অনেক উদ্যোগ গ্রহন করেন।এরই ধারাবাহিকতার অংশ হিসেবে মাননীয় উপাচার্যের আদেশক্রমে সম্প্রতি বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক মোঃ আনোয়ার হোসেন সকল শিক্ষার্থীর ইনস্টিটিউশনাল ই-মেইল খোলার কাজ শুরু করেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা ইনস্টিটিউট হতে ইস্যুকৃত ই-মেইলই হচ্ছে ইনস্টিটিউশনাল ই-মেইল বা .edu মেইল। ইনস্টিটিউশনাল ই-মেইলে বহুবিধ সুবিধা রয়েছে যা আমাদের দেশের বেশির ভাগ শিক্ষার্থীরই হয়তোবা অজানা। এমনকি বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত ইনস্টিটিউশনাল ই-মেইল ব্যবহারের সুবিধা নেই। একজন শিক্ষার্থীর জন্য ইনস্টিটিউশনাল ই-মেইল হতে পারে আশীর্বাদস্বরূপ। যেসব ক্ষেত্রে সাধারণ মানুষকে গুনতে হয় বিপুল পরিমাণ অর্থ, সেখানে শুধু ইনস্টিটিউশনাল ই-মেইল ব্যবহারের ফলে একজন শিক্ষার্থী একই ধরনের সেবা পেতে পারেন অনেক কম খরচে অথবা কিছু ক্ষেত্রে বিনা খরচে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ সকল শিক্ষার্থীর জন্য অনেক সুফল বিয়ে নিয়ে আসবে। করোনা মহামারীর সময়ে যখন অনলাইন ক্লাস শুরু হয়েছে তখন এই ইনস্টিটিউশনাল ই-মেইল তাদের অনেক সুবিধা বয়ে নিয়ে আসবে। এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক বলেন, ‘শিক্ষার্থীদের জন্য @pust.ac.bd ডোমেইনে একটি মেইল ওপেন করা হয়েছে । যাতে করে শিক্ষার্থীরা রিসার্চ সংক্রান্ত বিভিন্ন সাইটে সহজভাবে এক্সেস করতে পারেন এবং উচ্চ শিক্ষায় কাজে লাগাতে পারেন।’ উক্ত সুবিধা পেয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মারুফ জানান,” আমি খুব ই খুশি। পদার্থবিজ্ঞানে ভর্তির পর থেকেই স্যারদের মুখে রিসার্চগেইট ওয়েবসাইটের নাম শুনি যেখানে স্যার রা রিসার্চ পাবলিশ করে। আমার ও ইচ্ছা কাজ করার। তো ওখানে একাউন্ট করতে চাইলে ইন্সটিটিউশনাল মেইল লাগে। যেটা এখন পেলাম।” সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আল-হেলাল জানান,”পাবিপ্রবি প্রশাসনকে ধন্যবাদ এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম ছাত্র-ছাত্রীদের জন দেবার জন্য। এই মেইলটা বিশ্ববিদ্যালয় জীবনে অনেক উপকারে আসবে আমাদের। আমরা সাধারণত যে মেইল ব্যবহার করি তারচেয়ে এটা স্পেশাল;কেননা অনেক কিছুই আমার বিনামূল্যে পাবো বা কম মূল্যে পাবো যেটা অন্য মেইল দিয়ে পাবো না।