পাবনা প্রতিনিধি : করোনা মহামারির মহাদুর্যোগ ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের দাবিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে পাবনা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে জেলা শাখা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক এম.এম মাহফুজুর রহমান বক্তব্য দেন। তারা বলেন, বর্তমান পাবনা জেলায় প্রায় সাড়ে ৪ শত কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষ ৫০ হাজারেরও বেশি শিশু শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে।
৬ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা ও চতুর্থ শ্রেণির কর্মচারীর কর্মস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই করোনা দুর্যোগে বিপুল সংখ্যক জনসংখ্যা করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য ১৬ মার্চ হতে স্কুল বন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। শিক্ষক-শিক্ষিকা লকডাউনের কারণে প্রাইভেট টিউশনও করতে পাড়ছেন না এবং শিক্ষা প্রতিষ্ঠানরে আয় না থাকায় বেতন পাচ্ছেন না। প্রায় ৯০% শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া বাড়িতে পরিচালিত হয়।
মাসের প্রথমেই পরিশোধ করতে হয় বাড়ি ভাড়া, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারিদের বেতন ও অন্যান্য বাণজ্যিক হারে বিদ্যুৎ ও পানির বিল। দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকার কারণে প্রতিষ্ঠাতাগণ স্কুলের বাড়ি ভাড়া শিক্ষক/কর্মচারীদের বেতন কোনো কিছুই পরিশোদ করতে পারছেন না। এদিকে বাড়িওয়ালাদের বাড়ি ভাড়ার চাপ, শিক্ষক/কর্মচারিদের বেতনের চাপ এবং তাদেরও পরিবার নিয়ে অর্থসংকটে দিশেহারা হয়ে পড়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আর্থকি প্রণোদনা ও সহজশর্তে ঋণের দাবি জানিয়েছেন অবস্থানরত শিক্ষক-শিক্ষিকাগণ।