ইবি প্রতিনিধি: আটকে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাসে বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে ২/৩ দিনে বিভিন্ন রুটে বাস পরিচালনা করা হবে। রুট চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘আবেদনকৃত শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন করা মোট ৭৪৪ জন শিক্ষার্থী থেকে নিকটবর্তী জেলার ৮০ জনকে বাদ দেওয়া হবে। মোট ৬৬৪ জন শিক্ষার্থী পরিবহন সেবা পাবেন।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী রুট প্রস্তুতকরণের কাজ চলছে। সংখ্যার ভিত্তিতে রুট ভাগ করে আজ বুধবার রাতে অথবা কাল বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা মিটিং এ ৫ টি রুটে গাড়ি পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এগুলো হলো খুলনা, রংপুর, রাজশাহী, ফরিদপুর, গাবতলী (ঢাকা)। ২ দিনে এই রুট গুলোতে গাড়ি পরিচালনা করা হবে। আশা করি সব সিদ্ধান্ত চূড়ান্ত করে আগামীকাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, গত ৭ জুলাই আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বিভাগীয় শহরে পৌঁছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আটকে পড়া শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে পরিকল্পনা করার নির্দেশনা দেন। পরে শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে গত সোমবার (১২ জুলাই) পর্যন্ত গুগল ফর্ম পূরণের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মোট ৭৪৪ জন শিক্ষার্থী আবেদন করেন।