দীর্ঘ বিরতীর পর সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত

রিজাউল করিম সাতক্ষীরা: অবশেষে নির্ধারিত সময়ের নয় মাস পরে অনুষ্ঠিত হল ২০২১ সালের এসএসসি পরিক্ষা। করোনা সংক্রমন মাথায় রেখে যশোর শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থ্যা। যদিও বোর্ডের নির্দেশনা অনুযায়ী একজন শিক্ষার্থীর সাথে একজন অভিভাবকের উপস্থিতির কথা বলা হলেও এই নির্দেশনা মানছে না অনেক অভিভাবক। তবে কেন্দ্রের ভিতরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে একজন পরিক্ষার্থী বসে জেড প্যাটেন্ট এ পরিক্ষা দিচ্ছে বলে জানালেন জেলা শিক্ষা অফিসার

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হল ২০২১ সালের এসএসসি পরিক্ষা। তবে চিত্রটা ভিন্ন। সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হচ্ছে প্রতিটি শিক্ষার্থী। মাপা হচ্ছে শরীরের তাপমাত্রা। করোনা সংক্রমন রোধে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে অতিরিক্ত সতর্কতা। এই ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে অসুস্থ পরিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে দুইটি আইসোলেসন রুম। আর সার্বক্ষনিক থাকবে একজন চিকিৎসক। এছাড়াও প্রতিটি বেঞ্চে বসানো হবে একজন করে পরিক্ষার্থী। এদিকে দীর্ঘদিন পর স্বল্প পরিসরে পরিক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীর কিছুটা সস্তিতে। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষা বর্ষ শুরু করা দাবি অভিভাবকদের

সুষ্ঠুভাবে পরিক্ষা পরিচালনা ও স্বাস্থ্যবিধি মানাতে প্রতিটি কেন্দ্রে দেওয়া হয়েছে একজন নির্বাহি ম্যাজিস্ট্রেট বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, কেন্দ্রের বাইরে একজন পরিক্ষার্থীর সাথে একজন অভিভাবকের উপস্থিতি নিশ্চিত করতে নেওয়া হবে কঠোর ব্যবস্থ্যা

এবছর সাতক্ষীরা জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিক্ষায় স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল থেকে মোট ৪৬টি পরিক্ষা কেন্দ্রে ২৬ হাজার ২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

এসএসসি পরিক্ষাদীর্ঘ বিরতীর পর সাতক্ষীরার প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষা
Comments (0)
Add Comment